ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

চট্টগ্রাম এয়ারপোর্ট স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ২৯, ২০১৭
চট্টগ্রাম এয়ারপোর্ট স্বাভাবিক শাহ আমানত এয়ারপোর্ট

ঢাকা: উপকূলের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় 'মোরা'র প্রভাবে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হলেও দেশের প্লেন চলাচল স্বাভাবিক আছে। উপকূলীয় এয়ারপোর্ট চট্টগ্রামে সোমবার (২৯ মে) রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ফ্লাইট ওঠা-নামার খবর পাওয়া গেছে।

রাত ৮টার পর চট্টগ্রামের শাহ আমানত এয়ারপোর্টে নেমেছে মধ্যপ্রাচ্য থেকে আসা এয়ার এরাবিয়া ও ওমান এয়ারের ফ্লাইট। কক্সবাজারের অপর উপকূলীয় এয়ারপোর্টে সব ফ্লাইট কেবল দিনেই ওঠ‍ানামা করে।

উত্তর-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানকারী শক্তিশালী ঘূর্ণিঝড় 'মোরা' মঙ্গলবার সকাল নাগাদ বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। এজন্য চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭/আপডেট
জেডএম/ জেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।