ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

দু'দিন পর আবারো বাড়বে বৃষ্টিপাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
দু'দিন পর আবারো বাড়বে বৃষ্টিপাত

ঢাকা: শ্রাবণের শুরু থেকেই দেশজুড়ে বেশ বর্ষণ হচ্ছে। বৃষ্টিপাত কমেছে গত বৃহস্পতিবার। আরো দু'দিন এ অবস্থা অব্যাহত থাকার পর আবারো বাড়বে বৃষ্টিপাত।

আবহাওয়াবিদ কামরুল হাসান বাংলানিউজকে বলেন, আগামী দু’দিন বৃষ্টিপাত কম থাকবে। এ সময় সূর্য কখনো কখনো তার তেজ পূর্ণরুপে প্রকাশ করবে।

সোমবার (৩১ জুলাই) আবহাওয়া অফিস সকাল ৯টার পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত বাড়বে।

আগস্টে আবারো নিন্মচাপের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। তবে এজন্য সাগরে কোনো নিন্মচাপ বা লঘুচাপের সৃষ্টি হয়নি। ফলে সারাদেশে হালকা বৃষ্টিপাত হবে। তবে ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের বজ্রসহ বর্ষণ হতে পারে।

সোমবার ৯টা পর্যন্ত আগের ২৪ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বগুড়ায় ৬৩ মিলিমিটার। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মাদারীপুরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।