ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সুন্দরবনের ফুল

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, মে ৮, ২০১৮
সুন্দরবনের ফুল সুন্দরবনের ফুল

সাতক্ষীরা: ফুলে ফুলে ভরে গেছে সুন্দরবন। কেওড়া, খলিসা, হরকোচা থেকে শুরু করে সব গাছে শোভা পাচ্ছে ফুল। যা সুন্দরবনের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। 

মার্চ মাসে দুর্যোগ মৌসুম শুরু হলে সুন্দরবনে পর্যটকদের আগমন কমে যায়। আর ঠিক এ সময়টিই ফুল ফোটার মৌসুম।

তাই সুন্দরবনের এ নান্দনিক রূপ থেকে বঞ্চিত হন ভ্রমণপিপাসুরা।  সুন্দরবনের ফুল

এ সময়টিতে ফুলে ফুলে ভরে যাওয়া সুন্দরবনে কর্মব্যস্ততা বেড়ে যায় মৌমাছির। এক ফুল থেকে আরেক ফুলের মধু সংগ্রহ করে সঞ্চয় করতে থাকে তারা।  

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারে গিয়ে দেখা গেছে, ফুল ফুটেছে সারি সারি কেওড়া গাছে। একইভাবে ফুল ফোটায় কাঁটাযুক্ত হরকোচাও যেন ভিন্নরূপ ধারণ করেছে। বৈচিত্র্যময় রূপের অধিকারী খলিসার ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। আর তার সঙ্গে নতুন গজানো পাতা ও বাহারি শ্বাসমূলের সমাহারে নতুন রূপ ধারণ করেছে সুন্দরবন।  সুন্দরবনের ফুল

অন্যান্য সময় পর্যটকের ভিড়ে মুখর থাকলেও এখন (এপ্রিলের শেষ-মে মাসের শুরু) প্রায় শূন্যের কোটায় পর্যটক সংখ্যা। মাঝে মধ্যে দু’একটি বোট কলাগাছিয়ায় গেলেও তাতে পর্যটক সংখ্যা কম।  সুন্দরবনের ফুল

কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারে ভ্রমণে আসা পর্যটক এসএম নাহিদ হাসান বাংলানিউজকে জানান, আগে কয়েকবার এখানে এসেছি। কিন্তু এবার নতুন সুন্দরবন আবিষ্কার করলাম। গাছে গাছে ফুল। পাখ-পাখালিতে ভরপুর। সুউচ্চ গাছগুলোতে বসছে মদন টাকের দলও। কিন্তু পর্যটন মৌসুমে সুন্দরবনের এ রূপ দেখা যায় না।  সুন্দরবনের ফুল

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।