ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বিশ্ব পরিবেশ দিবসে শ্রীমঙ্গলে র‍্যালি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুন ২০, ২০১৯
বিশ্ব পরিবেশ দিবসে শ্রীমঙ্গলে র‍্যালি র‌্যালি, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: ‘আসুন আমরা ‌‌‌বায়ুদূষণ রোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়।

পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

র‍্যালিতে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানি দাসসহ রাজনৈতিক নেতাকর্মীরা, সরকারী কর্মকর্তা, পরিবেশবাদী, সাংবাদিকরা।  

এ সময় শ্রীমঙ্গল উপজেলা ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, বায়ূদূষণ বায়ূমণ্ডলের জন্য এক বিরাট সমস্যা।   এর থেকে পরিত্রাণে আমাদের সচেতন হতে হবে।

তিনি পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে সবাইকে এখনই পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ২০, ২০১৯
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।