ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

স্বাভাবিক হচ্ছে আবহাওয়া, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ২৯, ২০২০
স্বাভাবিক হচ্ছে আবহাওয়া, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা 

ঢাকা: ঘূর্ণিঝড় আম্পান ও এর পরবর্তী প্রভাবে প্রায় ১০ দিনের বেশি বৈরী আবহাওয়া বিরাজ করছিল দেশজুড়ে। সেই বৈরী আবহাওয়া কেটে গিয়ে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। দেখা মিলেছে হালকা কড়া রোদের। ফলে সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেতের লাল নিশানও পাঁচদিন পর নামিয়ে ফেলা হয়েছে।

শুক্রবার (২৯ মে) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম অঞ্চল ছাড়া প্রায় সারাদেশেই হালকা কড়া রোদের দেখা মিলেছে। বৃষ্টিপাত কমে এসেছে।

ধীরে ধীরে আরো কমে দু'একদিনের মধ্যেই তাপমাত্রা আরো বাড়বে।

বিকেল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় শনিবার সকাল নাগাদ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা ও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এসময় ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কিমি থাকবে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া (৩০-৪০) কিমি পর্যন্ত উঠে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে, ৪১ মিলিমিটার; যা আগের দিনের চেয়ে ২০ মিলিমিটার কম।

সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে, ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, তাদের পর্যবেক্ষণাধীন ৯৩টি পয়েন্টগুলোর মধ্যে ৪৬টিতে পানির সমতল বেড়েছে। আর কমেছে ৪৫টি পয়েন্টের পানি। অপরিবর্তিত আছে ১টি পয়েন্টের পানির সমতল। আর তথ্য মেলেনি ২টি পয়েন্টে।

আগামী ২৪ঘণ্টায় দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে। তবে ৪৮ ঘণ্টায় তা আবার কমতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২০
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।