ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ  শৈত্যপ্রবাহ। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: পৌষের শুরুতেই চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। শনিবার (১৯ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ মৌসুমে জেলায় এটিই সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। শীতল ও হিম বাতাসের গতিবেগ বাড়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এরকম পরিস্থিত আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।