ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নকলায় ৪ তক্ষকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
নকলায় ৪ তক্ষকসহ আটক ১

শেরপুর: শেরপুরের নকলা উপজেলা গ্রাম থেকে চারটি তক্ষকসহ লোকমান হাসান (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ আগস্ট) রাতে নকলার ধনাকুশা পশ্চিমপাড়া (ধনারপাড়) গ্রাম থেকে চারটি তক্ষকসহ পাচারকারী লোকমানকে আটক করা হয়। উদ্ধারকৃত তক্ষক চারটির আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। আটক ব্যক্তির নামে সংশ্লিষ্ট মামলায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।