ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

গাজীপুরে নিম্ন অঞ্চলে বাড়ছে পানি, আতঙ্কে স্থানীয়রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
গাজীপুরে নিম্ন অঞ্চলে বাড়ছে পানি, আতঙ্কে স্থানীয়রা ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে নিম্ন অঞ্চলগুলোতে গত তিন দিনে প্রায় তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে দ্রুত পানি বেড়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২৭ আগস্ট) সরেজমিনে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নামা বাজার, কালাকৈর, কড্ডা, বাইমাইল নদীরপাড়, মজলিশপুর, লাঠিভাঙ্গা, কাতলাখালী, মিরেরগাঁওসহ জেলার বিভিন্ন এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

বর্ষার দুই মাস অতিবাহিত হয়ে গেলেও নিম্নাঞ্চলগুলোতে বর্ষার পানি তেমন দেখা যায়নি। অন্যান্য বছরের তুলনায় এবার পানি কম ছিল। কিন্তু হঠাৎ করেই গত কয়েকদিনে মিনিটে মিনিটে পানি বৃদ্ধি পাচ্ছে এলাকাগুলোতে। ১৯৮৮ সালের শেষ দিকে ভয়াবহ বন্যার পানি এভাবেই বৃদ্ধি পেয়েছিল। এখন সেই আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এছাড়া গত বছরের বন্যায় এ অঞ্চলের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. একাব্বর বাংলানিউজকে বলেন, প্রায় দেড় মাস আমাদের এলাকায় বন্যা থাকে। এরপর পুরো এলাকা শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু এ সময় বন্যার পানি হঠাৎ এভাবে বৃদ্ধি পাওয়া একটা চিন্তার বিষয়।  

আসাদুল ইসলাম নামে আরেক বাসিন্দা বাংলানিউজকে বলেন, গত দুই-তিন দিনে অনেক পানি বৃদ্ধি পেয়েছে। এর আগে এভাবে পানি বৃদ্ধি পায়নি। বর্তমান সময়ে পানি কমে যাওয়ার কথা। কিন্তু সেখানে দ্রুত পানি বাড়ছে, এটা চিন্তারই বিষয়। ৮৮ সালের বন্যার সময় এমন হয়েছিল। তখন শেষের দিকে এভাবেই পানি বাড়ে এবং বন্যা ভয়াবহ রূপ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।