ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-জোয়ারে প্লাবিত সুন্দরবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-জোয়ারে প্লাবিত সুন্দরবন

বাগেরহাট: বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপের ফলে সুন্দরবনসহ বাগেরহাট উপকূল জুড়ে থেমে থেমে মুশলধারে বৃষ্টি হচ্ছে। লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে সুন্দরবনের নদী-খালে স্বাভাবিকের তুলনায় দুই-তিন ফুট জোয়ারের পানি বেড়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরের জোয়ারের পানিতে সুন্দরবনের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তবে হঠাৎ পানি বাড়ায় কোনো বন্য প্রাণির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।

করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, পূর্ণিমার জোয়ারে গত দুই দিন যাবত স্বাভাবিকের তুলনায় পানি অনেকটাই বেড়েছে। রোববার দুপুরের জোয়ারে পানি স্বাভাবিকের থেকে ২-৩ ফুটের মতো বৃদ্ধি পেয়েছে। এতে করমজলসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় পানি বেড়েছে। তবে হঠাৎ পানিতে বন্য প্রাণীর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ  সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।