এ যেন কোনো চিত্রশিল্পীর হাতে আঁকা ক্যানভাস। ফেনীর সোনাগাজী উপকূলীয় চর চান্দিয়া জেলে পাড়া এলাকার বিকেলের গল্পটা এমনই।

ছবি: সোলায়মান হাজারী ডালিম
কিছুক্ষণ আগেই জোয়ার এসেছিল, এখন ভাটা। এখনই মোক্ষম সময় জাল দিয়ে ছোট মাছ ধরার। আর সে সুযোগটাই কাজে লাগাচ্ছেন জেলে পাড়ার এক গৃহিণী।
ছবি: সোলায়মান হাজারী ডালিম
জোয়ারের অপেক্ষায় সাজানো নৌকা। জোয়ার এলেই গভীর সমুদ্রের দিকে রওয়ানা হবে জেলের দল।
ছবি: সোলায়মান হাজারী ডালিম
চলাঞ্চলের কাঁদা মাটি পেরিয়ে ফসলের মাঠে যাচ্ছেন এক কৃষক।
ছবি: সোলায়মান হাজারী ডালিম
কাদা মাখামাখির দূরন্ত শৈশব।
ছবি: সোলায়মান হাজারী ডালিম
এটেল মাটি দিয়ে ঘরের আস্তরণ দিচ্ছে স্কুলগামী কিশোরী লায়লা বানু।
ছবি: সোলায়মান হাজারী ডালিম
ফসলের মাঠে কাস্তে হাতে প্রান্তিক কৃষক।
ছবি: সোলায়মান হাজারী ডালিম
স্বামী নদীতে মাছ ধরতে যাবেন, আর স্ত্রী বসে না থেকে তৈরি করে দিচ্ছেন বড়শি আর জাল ।বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসএইচডি/এইচএ/