ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

উপকূল থেকে উপকূল

উপকূলের ‘সুন্দর বাংলাদেশ’ (ফটোস্টোরি)

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৮, এপ্রিল ২৬, ২০১৭
উপকূলের ‘সুন্দর বাংলাদেশ’ (ফটোস্টোরি) ছবি: সোলায়মান হাজারী ডালিম

ফেনী: দুপুর পেরিয়ে তখন বিকেল নামছিল, পড়ন্ত বেলায় হেলে পড়া সূর্যটা যেন ডাকছে হাতছানি দিয়ে। দুপুরের খরতাপের তেজ কমে যাওয়া সূর্যের স্বর্ণালি আলোকচ্ছটায় নদী কূলের চরাঞ্চলের বালু যেন হীরের মত চিকচিক করছে। 

এ যেন কোনো চিত্রশিল্পীর হাতে আঁকা ক্যানভাস। ফেনীর সোনাগাজী উপকূলীয় চর চান্দিয়া জেলে পাড়া এলাকার বিকেলের গল্পটা এমনই।

ক্যামেরা ধরা প্রতিটি চিত্রই যেন শিল্পীর রঙতুলিতে আঁকা চিত্রকর্ম।  ছবি: সোলায়মান হাজারী ডালিম

ছবি: সোলায়মান হাজারী ডালিম

কিছুক্ষণ আগেই জোয়ার এসেছিল, এখন ভাটা। এখনই মোক্ষম সময় জাল দিয়ে ছোট মাছ ধরার। আর সে সুযোগটাই কাজে লাগাচ্ছেন জেলে পাড়ার এক গৃহিণী।  
ছবি: সোলায়মান হাজারী ডালিম

ছবি: সোলায়মান হাজারী ডালিম

জোয়ারের অপেক্ষায় সাজানো নৌকা। জোয়ার এলেই গভীর সমুদ্রের দিকে রওয়ানা হবে জেলের দল।
ছবি: সোলায়মান হাজারী ডালিম

ছবি: সোলায়মান হাজারী ডালিম

চলাঞ্চলের কাঁদা মাটি পেরিয়ে ফসলের মাঠে যাচ্ছেন এক কৃষক।  
ছবি: সোলায়মান হাজারী ডালিম

ছবি: সোলায়মান হাজারী ডালিম

কাদা মাখামাখির দূরন্ত শৈশব।
ছবি: সোলায়মান হাজারী ডালিম

ছবি: সোলায়মান হাজারী ডালিম

এটেল মাটি দিয়ে ঘরের আস্তরণ দিচ্ছে স্কুলগামী কিশোরী লায়লা বানু।
ছবি: সোলায়মান হাজারী ডালিম

ছবি: সোলায়মান হাজারী ডালিম

ফসলের মাঠে কাস্তে হাতে প্রান্তিক কৃষক।
ছবি: সোলায়মান হাজারী ডালিম

ছবি: সোলায়মান হাজারী ডালিম

স্বামী নদীতে মাছ ধরতে যাবেন, আর স্ত্রী বসে না থেকে তৈরি করে দিচ্ছেন বড়শি আর জাল ।

বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।