ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

এক্সিম ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এক্সিম ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন

ঢাকা: ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ ও বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৯ নভেম্বর) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন।

সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউল করিম ও খন্দকার মামুন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মো. মইদুল ইসলাম, সব শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা 

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন এক্সিম ব্যাংকের পাশে থাকার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানান। এছাড়া তিনি ব্যাংকের সব জনশক্তিকে কঠোর পরিশ্রম ও সর্বোত্তম গ্রাহকসেবা দেওয়ার মাধ্যমে ব্যাংকটিকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।  

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন এবং বর্তমান ব্যাংকিং সেক্টরে চলমান চ্যালেঞ্জকে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।