ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

এসডিজি পাইওনিয়ার অ্যাওয়ার্ড পেলেন ব্র্যাক ব্যাংকের সিওও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসডিজি পাইওনিয়ার অ্যাওয়ার্ড পেলেন ব্র্যাক ব্যাংকের সিওও

ঢাকা: ২০২৪ সালের সম্মানজনক সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) পাইওনিয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন।

গত ৬ নভেম্বর ঢাকার দ্য ওয়েস্টিনে আয়োজিত সাসটেইনেবিলিটি দিবসের অনুষ্ঠানে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (জিসিএনবি) তাকে এ মর্যাদায় ভূষিত করে।

এ জিসিএনবি, জাতিসংঘের অধীনে করপোরেট দায়বদ্ধতা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা বৃহত্তম স্বেচ্ছাসেবী উদ্যোগ ইউএন গ্লোবাল কমপ্যাক্টের সচিবালয় হিসেবে কাজ করে। বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রতিটি সূচকে বা বিভাগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছানোটাই এর লক্ষ্য।  

মো. সাব্বির হোসেন টেকনোলজি, অপারেশনস এবং রিটেইল ব্যাংকিংয়ে ৩০ বছরেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় নানা বহুজাতিক ও স্থানীয় ব্যাংকে সার্ভিস দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। ব্র্যাক ব্যাংকের চিফ সাসটেইনেবিলিটি অফিসার হিসেবেও কাজ করছেন তিনি।

পেশার বাইরেও ব্যক্তিগতভাবে তিনি দারিদ্র্য দূরীকরণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে প্রতিশ্রুতি ও কর্মময়তার স্বাক্ষর রেখেছেন।  

টেকসই উন্নয়নের পাশাপাশি জলবায়ু-সহনশীল কৃষি, টেকসই অর্থায়ন এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার প্রসারে ব্র্যাক ব্যাংকের অগ্রদূত ভূমিকায় তার দৃষ্টান্তমূলক অংশের সম্মানেই এসেছে এ স্বীকৃতি।

তার নেতৃত্বেই ব্র্যাক ব্যাংক তাদের ডিজিটাল রূপান্তর এবং জলবায়ু-স্মার্ট কৃষির লক্ষ্যে নিজেদের বিশেষ ব্যতিক্রমী সিএসআর উদ্যোগগুলোর পাশাপাশি পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়ালস (পিসিএএফ) অনুমোদিত গ্রিনহাউজ গ্যাস (জিএইচজি) নির্গমন হিসাব ও সাসটেইনেবিলিটি রিপোর্ট চালু করেছে।

এ সম্মাননা পাওয়ার বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, সাসটেইনেবিলিটিকে ব্যাংকের মূল কার্যধারায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সাব্বিরের নিবেদিত ভূমিকাই আমাদের পুরো যাত্রাটির চেহারা বদলে দিয়েছে। সাসটেইনেবিলিটি এবং ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রগুলোতে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তার দূরদর্শিতা আর আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এ সম্মাননা। জাতিসংঘের এসডিজির প্রতি এবং আমাদের কম্যুনিটির জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, আলোকিত ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের এ অঙ্গীকার সামনের সময়েও অব্যাহত থাকবে।

করপোরেশন, এনজিও ও বিদেশি মিশনগুলোর সম্মানিত প্রতিনিধিদের পাশাপাশি ইউএনজিসির অন্য সিগনেটরিদের মিলনমেলায় রূপ নেয় জিসিএনবি আয়োজিত সাসটেইনেবিলিটি দিবসের এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। আরও উপস্থিত ছিলেন ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক রিপ্রেজেন্টেটিভ ফারুক সোবহান, জিসিএনবির নির্বাহী পরিচালক শাহামিন জামান প্রমুখ।  

বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সাব্বির হোসেন, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল থেকে ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইনক্ল্যুসিভ গ্রোথের ওপর এক্সিকিউটিভ সার্টিফিকেশনও সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।