ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক দিশা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক দিশা

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। এই টুর্নামেন্টে টাইগ্রেসদের নেতৃত্বে থাকবেন দিশা বিশ্বাস।

তিনি ছাড়াও জাতীয় দলে অভিষেক হয়ে যাওয়া তিনজনকে রাখা হয়েছে স্কোয়াডে।

আগামী ১৩ জানুয়ারি থেকে পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশের ১৫ জনের দলে আছেন লেগ স্পিনার রাবেয়া খান, উইকেটকিপার-ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তার আছেন। তাদের সবার অভিষেক হয়ে গেছে জাতীয় দলে। অধিনায়ক দিয়া সঙ্গে থাকলেও ম্যাচ খেলেননি।

বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচক মনজুরুল ইসলাম তিনি বলেছেন, ‘এই দল দুই বছর ধরেই একসঙ্গে আছে, এমন একটি দলকেই নির্বাচন করেছি আমরা। ফলে দলীয় সমঝোতা ও সংহতি দারুণ। ’

‘অধিনায়ক দিশা বিশ্বাস, রাবেয়া, মারুফা আক্তার ও দিলারা আক্তার নিউজিল্যান্ডে সিনিয়র দলের হয়ে সফর করেছে, তিনজন তো আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছে। মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে আমাদের অনূর্ধ্ব-১৯ দল পাঁচটি ম্যাচ খেলে সব কটিতেই জিতেছে। প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এ দল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আত্মবিশ্বাসী আমি। ’

১ জানুয়ারি বছরের প্রথম দিনে জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল


দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।

স্ট্যান্ডবাই: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার, রাবেয়া খাতুন, জুয়াইরিয়া ফেরদৌসেমে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক দিশা

বাংলাদেশ সময় : ১৭৩৮ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।