ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পরিবারকে বিদায় দিতে দলকে চট্টগ্রামে রেখে ঢাকায় সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
পরিবারকে বিদায় দিতে দলকে চট্টগ্রামে রেখে ঢাকায় সাকিব

চট্টগ্রাম থেকে: গত কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা গেছে সাকিব আল হাসানের পরিবারের ছবি। এবারের বিপিএলেও মাঠে এসে খেলা দেখেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।

তবে এবার তাদের দেশ ছেড়ে যাওয়ার সময় এসেছে।

ফরচুন বরিশালের টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেছে, সাকিবের পরিবার চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। তাদের বিদায় দিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর ঢাকায় চলে গেছেন সাকিব আল হাসান।

আগামী তিনদিন ফরচুন বরিশালের খেলা নেই বিপিএল। এই সময়ে দলের অনুমতি নিয়ে ঢাকায় গেছেন সাকিব। পরিবার যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আবারও চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বিপিএল শুরুর আগে টুর্নামেন্টটি নিয়ে সমালোচনা করেন সাকিব। তা নিয়ে এখনও চলছে বিতর্ক। সাকিব অবশ্য মাঠের পারফরম্যান্সে বেশ উজ্জ্বল। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট হাতে ৮ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৮১ রান করেন সাকিব।

এরপর বল হাতেও ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। প্রথম ম্যাচে হারের পর তার দল ফরচুন বরিশালও পেয়েছে হ্যাটট্রিক জয়।

বাংলাদেশ সময় : ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।