ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন আমলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন আমলা

সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন হাশিম আমলা। এর আগে তিন বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে আমলা খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার কাউন্টি ক্রিকেট। সেখানেও দুর্দান্ত ছিলেন তিনি। গত মৌসুমে সারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ে রাখেন বড় অবদান। গত বছরের সেপ্টেম্বর মাসে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি।  

দক্ষিণ আফ্রিকার জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ৩৪ হাজার ১০৪ রান সংগ্রহ করেছেন আমলা। সাদা পোষাকে ২০০৪ সালে অভিষেক হওয়া আমলা ২০১৯ সাল পর্যন্ত খেলেন ১২৪ ম্যাচ। করেন ৯ হাজার ২৮২ রান। দেশটির হয়ে জ্যাক ক্যালিসের পর যা সর্বোচ্চ। শতক হাকান ২৮টি। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও আমলার দখলে। ২০১২ সালে কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১ রান করেন তিনি।

ওয়ানডে সংস্করণে আমলা খেলেন ১৮১ ম্যাচ। করেন ৮ হাজার ১১৩ রান। হাকান ২৭ সেঞ্চুরি। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ৪৪ ম্যাচ খেলে করেন ১ হাজার ২৭৭ রান। খেলোয়াড়ী জীবন শেষ করে আমলা শুরু করছেন কোচিং। এসএটোয়েন্টিতে এমআই কেপ টাউনের ব্যাটিং কোচ দিয়ে এই ক্যারিয়ারের শুরু হয়েছে তার।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।