ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিছু সময় আল্লাহ-বিল্লাহ করেও উইকেট পাওয়া যায় না: মোস্তাফিজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস, চেন্নাই থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
কিছু সময় আল্লাহ-বিল্লাহ করেও উইকেট পাওয়া যায় না: মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান কথা বলেন অল্প। বেশির ভাগ সময়ই প্রশ্ন শোনার পর তার কথা থাকে এমন ‘কী উত্তর দেবো’ অথবা ‘এটার উত্তর নেই’ এমন।

স্বল্পভাষী মোস্তাফিজকেই দলের হারের পর মুখোমুখি হতে হয় গণমাধ্যমের।

পেসারদের নিয়ে বিশ্বকাপের আগের বছর দুয়েক উচ্ছ্বাস ছিল অনেক। কিন্তু মূল টুর্নামেন্টে এসে ভালো কিছু করতে পারছিলেন না তারা। বিশেষত তাসকিন আহমেদ। তাকে নিয়ে জানতে চাইতেই মোস্তাফিজের জবাব, ‘ও তো খারাপ বোলিং করেনি আজকে। ভালো-খারাপ মিলিয়েই তো। ’

ভালো-খারাপ বোলিংয়ে তো আর তেমন কিছু যায় আসে না। তাসকিন উইকেট পাচ্ছেন না এটাই সমস্যা। তার আসলে কী হয়েছে? মোস্তাফিজের জবাব, ‘কিছু সময় বোলিং করলেই দেখবেন উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করেও উইকেট পাওয়া যায় না। ’ 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। শুরুতে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু ১৩তম ওভারের পর তাকে আবার আনা হয় ৩৯তম ওভারে। মাঝখানে কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের জুটিতে ম্যাচ প্রায় পুরোপুরি নিউজিল্যান্ডের দিকে হেলে গেছে।

মাঝখানে বোলিংয়ে আসলে কী ভালো হতো? মোস্তাফিজের জবাব, ‘ওখানে অধিনায়ক যেটা ভালো মনে করেছে সেটাই। অধিনায়ক যেটা করেছেন, সেটাই ভালো। যে বোলিং করেছে ওখানে, সে তো উইকেট পেতে পারতো। ’

ব্যাটারদের পারফরম্যান্স আর বোলারদের হতাশা নিয়ে জানতে চাইলে মোস্তাফিজ বলেন, ‘আশা করি সামনে ভালো দিন আসছে। সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি এই আর কী। আমরা পেসার পাঁচজন সবসময় একসঙ্গে থাকি। আলাপ-আলোচনা করি। ’

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এমএইচবি/এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।