ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাইফউদ্দিনের অলরাউন্ড ঝলকে শেষ চারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
সাইফউদ্দিনের অলরাউন্ড ঝলকে শেষ চারে বাংলাদেশ

আরও একবার দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখালেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিংয়ে পেয়েছেন জোড়া উইকেটের দেখাও।

আর তাতে ভর করে আসরের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৮ রানে হারিয়েছে ইয়াসির আলী রাব্বির দল। আগে ব্যাট করে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেটে ৪৩ রান করে আমিরাত।

সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই ওপেনার জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন মিলে তুলে ফেলেন ৫৯ রান। আল মামুন ৩ ছক্কা ও ২ চারে ১১ বলে ৩১ রান করে বিদায় নিলেও সাইফউদ্দিনকে নিয়ে বাকি সময় অপরাজিত থাকেন জিশান।  

জিশান ১৭ বলে ৩৪ রান করেন। তার ব্যাট থেকে আসে ৩টি করে ছক্কা ও চার। তবে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন সাইফউদ্দিন। মাত্র ৯ বলের মোকাবিলায় ৩৬ রান করেছেন তিনি। ৫টি ছক্কার বিপরীতে হাঁকিয়েছেন ১টি চার। বাংলাদেশ রান তুলেছে ১৮.৫০ ইকোনোমি রেটে।

লক্ষ্য তাড়ায় নামা আরব আমিরাত শুরুতেই হারায় ওপেনার আসিফ খানের উইকেট। সাইফউদ্দিনের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফেরেন আমিরাতের অধিনায়ক। ওই ওভারের শেষ বলে মুহাম্মদ জুহাইবকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাইফউদ্দিন।  

এরপর আবু হায়দার ১ ওভারে ৭ রান দেওয়ার পর আব্দুল্লাহ আল মামুন বোলিংয়ে এসে এক ওভারেই খরচ করেন ২৮ রান। দ্বিতীয়বার বোলিংয়ে আসা সাইফউদ্দিন দুই বল করার পর বৃষ্টি বাধায় খেলা স্থগিত হয়ে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বৃষ্টি আইনে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়।  

ব্যাট হাতে ঝড় তোলা সাইফউদ্দিন বোলিংয়ে এসে ৮ বল করে ৭ রান খরচে নেন ২ উইকেট। ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।