ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন উইকেটে পিএসএল অভিষেক রাঙানো রিশাদের প্রশংসায় শাহিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
তিন উইকেটে পিএসএল অভিষেক রাঙানো রিশাদের প্রশংসায় শাহিন ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আর অভিষেকেই বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশি এই লেগ স্পিনার।

নিজের প্রথম ম্যাচেই নিয়েছেন তিন উইকেট। রেখেছেন দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান। ম্যাচ শেষে তাই রিশাদের প্রশংসা করেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

গতকাল রাতে রাওয়ালপিণ্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান খরচায় রিশাদ নেন ৩ উইকেট। ‘ডট’ বল দেন ১০টি। সপ্তম ওভারে বল করতে এসে রিশাদ দেন ৭ রান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তিনি নেন রাইলি রুশোর উইকেট। দারুণ গুগলিতে বোল্ড করেন তাকে। দেন ৯ রান। পরের ওভারেও সমান রান খরচ করেন তিনি। শেষ ওভারে দুটি উইকেট নিয়ে অভিষেক রাঙান এই স্পিনার। মোহাম্মদ আমিরকে বোল্ড ও আবরারকে ক্যাচ আউট করেন।

দারুণ বোলিং করা রিশাদের প্রশংসা করতে ভুলেননি লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দলে রিশাদকে যোগ করায় অনেক ভালো হয়েছে। আমরা মিডল অর্ডারে একজন বোলার চেয়েছি, যে উইকেট নেবে। এই লক্ষেই রিশাদকে দলে নিয়েছি। আর সেটিরই প্রমাণ দিল রিশাদ। ’

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ২১৯ রান সংগ্রহ করে লাহোর। পরে কোয়েটাকে ১৪০ রানে গুটিয়ে দিয়ে ৭৯ রানের দারুণ জয় পায় শাহিন শাহ আফ্রিদির দল।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।