ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

গাড়ি দুর্ঘটনায় জাদেজা ও তার স্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০১, জানুয়ারি ২৯, ২০১৭
গাড়ি দুর্ঘটনায় জাদেজা ও তার স্ত্রী ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পরিবারের সঙ্গে সময় কাটানোর ফাঁকে গাড়ি দুর্ঘটনায় পড়েছেন এই ভারতীয় তারকা।

তবে, দুর্ঘটনায় তেমন কিছু হয়নি জাদেজার। গাড়ি দুর্ঘটনায় সঙ্গে ছিলেন তার স্ত্রী রিভা সোলানকি।

তারও কোনো চোট লাগেনি।

গুজরাটের জামনগরে ওই দুর্ঘটনা ঘটে। স্ত্রীকে নিয়ে নিজের গাড়িতে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন তিনি। কিন্তু জামনগরের বিদ্যাসাগর ইন্সটিটিউটের সামনে এক কিশোরী জাদেজার অডি গাড়ির পাশ দিয়ে দ্রুত গতিতে স্কুটি চালিয়ে যাওয়ার সময় গাড়ির দরজায় ধাক্কা মারেন।

তাতে ওই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, স্কুটি চালিয়ে যাওয়া সেই কলেজ ছাত্রীর নাম প্রীতি শর্মা। আরও জানানো হয়, দুর্ঘটনায় জাদেজা কিংবা রিভার কোনো চোট না লাগলেও সামান্য আঘাত পান প্রীতি। আর তাকে দ্রুত হাসপাতালে নেন জাদেজা নিজেই।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ