ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্মিথের বিপিএল শেষ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
স্মিথের বিপিএল শেষ! স্টিভেন স্মিথ। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

অনেক নাটকীয়তার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার অনুমতি পান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। তাকে বিপিএলে খেলানোর পথ খুলে দিতে নিয়মেরও পরিবর্তন করে বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু দুই ম্যাচ খেলেই বিপিএল শেষ হয়ে যাচ্ছে এই অস্ট্রেলিয়ান তারকার!

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্মিথ ফিরে যাচ্ছেন নিজ দেশে। কারণ হিসেবে জানানো হয়, রংপুর রাইডার্সের বিপক্ষে সব শেষ ম্যাচে খানিকটা চোট নিয়ে।

ডানহাতের গলফার্স এলবো অর্থাৎ কনুইয়ে চোট নিয়ে ফিরে যাচ্ছেন তিনি।

গত দুদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কিল অনুশীলনে যোগ দেননি স্মিথ। শুধু রানিং শেষ করেই চলে গেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকা ছাড়বেন তিনি। অস্ট্রেলিয়ায় গিয়ে কনুইয়ের এমআরআই  করাবেন। রিপোর্ট ভালো হলে পুনঃরায় বিপিএল খেলতে ফিরবেন। আর সমস্যা বেশি হলে ফেরা হবে না।

বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসা স্মিথ কনুইয়ের চোট নিয়েই এসেছিলেন ঢাকায়। ব্যাটিংয়ে তেমন সমস্যা না হলেও ফিল্ডিংয়ে বল থ্রোতে সমস্যা হচ্ছিলো তার। দুই ম্যাচ খেলে মাত্র ১৬ রান করেন তিনি।

বাংলাদেশ সময়ঃ ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।