ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লা শিবিরে যোগ দিলেন পেরেরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
কুমিল্লা শিবিরে যোগ দিলেন পেরেরা থিসারা পেরেরা-ছবি: সংগৃহীত

ঢাকার প্রথম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যাচ্ছে সিলেটে। এ পর্ব থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আরো শক্তিশালী করতে চলে এসেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।

বিপিএল নিলামে পেরেরাকে কেনার সময়ই জানিয়ে দেওয়া হয় সিলেট পর্বের আগে পাওয়া যাবে না। সেই শর্তেই তাকে কিনে নেয় কুমিল্লা।

শেষ পর্যন্ত রোববার (১৩ জানুয়ারি) শ্রীলঙ্কান এয়ারলাইনসে সকাল ১১.৩০টায় আসেন তিনি।

তিন ম্যাচ খেলে দুটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে কুমিল্লা। এদিকে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ বিপিএল ছেড়ে দেশে ফেরায় কুমিল্লার বড় ক্ষতি হয়ে গেলেও পেরেরা অনেকটাই তা পুষিয়ে দিতে পারবেন বলেই মনে করেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়ঃ ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।