ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল রংপুর রাইডার্স। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শুরুটা দুর্দান্ত করে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের। টানা চার ম্যাচ জিতে নিজেদের নিয়ে যায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে। অপরদিকে রাজশাহী কিংসের শুরুটা তেমন চোখে পড়ার মতো ছিলো না। প্রথম ৫ ম্যাচে তাদের জয় মাত্র দুটি। অথচ এই দুই দলকেই অপেক্ষা করতে হচ্ছে প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য।

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে এভাবেই ওলোটপালট দেখা গেছে পয়েন্ট টেবিল জুড়ে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে চট্টগ্রাম পর্ব শুরু করে চিটাগং ভাইকিংস।

অথচ শেষ পর্যন্ত তাদের টেবিলের তিনে থেকে প্লে অফে জায়গা করে নিতে হয়। তাও শেষ দিনের ম্যাচে জিতে। অথচ টেবিলের চার নম্বরে ধুকতে থাকা রংপুর টানা তিন জয়ে পৌঁছে যায় টেবিলের এক নম্বরে। একে থাকা কুমিল্লা চলে আসে দুইয়ে।

এভাবেই নানান ওলটপালটে শেষ হলো চট্টগ্রাম পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স চট্টগ্রাম পর্ব পর্যন্ত খেলেছে ১১টি ম্যাচ। যেখানে তাদের জয় ৭ ম্যাচ।

দুইয়ে আছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচে তাদের জয়ও ৭ টিতে। তবে রানরেটে কিছুটা পিছিয়ে থাকায় রংপুরের নিচে তাদের অবস্থান।

তিনে থাকা মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংসের জয়ও ৭টি। খেলেছে ১১ ম্যাচ। তবে বেশিরভাগ ম্যাচেই তাদের জয় এসেছে খুব কম ব্যবধানে যার প্রভাব পড়ে রানরেটে। যা তাদের নিয়ে গেছে টেবিলের তিনে।

চারে আছে তরুণ আধিনায়ক মাহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস। ১২ ম্যাচে ৬টি জয় পেয়েছে রাজশাহী। অপরদিকে তাদের জন্য সবচেয়ে হুমকি হয়ে থাকা ঢাকা আছে পাঁচে। যাদের নামের পাশে আছে ১০ ম্যাচে ৫ জয়।

আর প্লে অফ থেকে একেবারেই ছিটকে যাওয়া সিলেট সিক্সার্স ১১ ম্যাচে ৪ জয় নিয়ে আছে টেবিলের ছয়ে। ১১ ম্যাচে মাত্র ২ জয় পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স আছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে।  
  
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।