ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকা ডায়নামাইটসে থারাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
ঢাকা ডায়নামাইটসে থারাঙ্গা উপুল থারাঙ্গা-ছবি: সংগৃহীত

বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ষষ্ঠ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে ঢাকায় পা রেখেছেন লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা। বৃহস্পতিবার (৩১ জানুয়রি) সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি। এসেই যোগ দিয়েছেন অনুশীলনে।

থারাঙ্গার দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডয়ানামাইটসের ম্যানেজার আজম ইকবাল। তিনি বলেন, ‘থারাঙ্গা চলে এসেছে।

এই মুহুর্তে আমাদের দলের সঙ্গেই আছে। তাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। ’

জাতীয় দলের জার্সি গায়ে অবশ্য থারাঙ্গার টি-টোয়েন্টি পরিসংখ্যানটা তেমন আহামরি নয়। ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১৬.২৮ গড়ে মোট ৪০৭ রান করেছেন তিনি। তবে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ১০৩ ম্যাচ খেলে ২৮১৫ রান সংগ্রহ করেছেন। ব্যাটিং গড় ২৯.৯৪, সেঞ্চুরিও আছে ২টি আর ফিফটি ১৭টি।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।