ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম কোয়ালিফায়ারে টসে জিতে ব্যাটিংয়ে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
প্রথম কোয়ালিফায়ারে টসে জিতে ব্যাটিংয়ে রংপুর টস। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হচ্ছে আসরের প্রথম কোয়ালিফায়ারে। যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ইতোমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধন্ত নিয়েছে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এ ম্যাচে যে দল জিতবে, তারাই সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অজর্ন করবে।

তবে হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে।

দু’দলের গ্রুপ পর্বে এর আগের দু’বারের দেখায় দাপট দেখিয়েছিল রংপুর। এই মিরপুরের মাঠেই কুমিল্লাকে বিধ্বস্ত করেছিল মাশরাফিরা।

রংপুর রাইডার্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, সোহাগ গাজী, ক্রিস গেইল, রবি বোপারা, রাইলে রুশো, বেনি হাওয়েল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফুদ্দিন, সঞ্জিত সাহা, শামসুর রহমান, মাহেদি হাসান, ওহাব রিয়াজ, এভিন লুইস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।