ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দলগত প্রচেষ্টায় ফাইনালে: ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
দলগত প্রচেষ্টায় ফাইনালে: ইমরুল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে দ্বিতীয়বারে মতো ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে কোনো সুযোগই দেয়নি কুমিল্লা। ৮ উইকেটের সহজ জয়ে ফাইনালে ইমরুলের দল। আগামী ৮ ফেব্রুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় কোয়ালিয়ারের জয়ী দল।

ম্যাচ শেষে রোববার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, এ ধরনের উইকেটে ১৬৬ রান তাড়া করাটা কঠিন। আমাদের প্রথমদিকে কয়েকটি উইকেট পড়লে ম্যাচটা কঠিন হতে পারতো।

সবাই দলগত হিসেবে খেলতে পারায় জয়টা সহজেই এসেছে।
 
অন্যদিকে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি মনে করেন ছোট ছোট কিছু ভুলের কারণে ম্যাচটা হাত ছাড়া হয়েছে।  

তিনি বলেন, ভাগ্যটা আমাদের পক্ষে ছিলো না। আগে ব্যাট করে বড় স্কোর দাঁড় করাতে চেয়েছিলাম। রুশো ও হাউয়েল ভালো ব্যাট করেছে। সবচেয়ে বড় কথা, আমরা ছিটকে যাইনি। আমাদের সামনে আরও একটি সুযোগ রয়েছে ফাইনালে ওঠার।
 
আগামী ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
 
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
আরএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।