ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ফিরবেন ইনজুরিতে থাকা গাপটিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
বাংলাদেশের বিপক্ষে ফিরবেন ইনজুরিতে থাকা গাপটিল মার্টিন গাপটিল-ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডে খেলতে পারেননি নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। এবার সেই একই ইনজুরির কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন। বুধবার (৬ ফেব্রুয়ারি) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

কিউইদের টি-২০ দল ঘোষণার সময় বাদ পড়েছিলেন অলরাউন্ডার জিমি নিশাম। তবে গাপটিল ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে ফেরানো হয়েছে নিশামকে।

ওয়ানডে সিরিজ চলাকালীন অনুশীলনের সময় চোট পেয়েছিলেন গাপটিল। তবে চলমান ভারত সিরিজে বিশ্রাম নিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসছে তিন ম্যাচের ওয়ানডেতে ফিরবেন তিনি। আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজল্যান্ড-বাংলাদেশ।

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-২০ স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডাগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন (প্রথম দুই ম্যাচ), জিমি নিশাম, স্কট কুগলেজিন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, ব্লেয়ার টিকনার (তৃতীয় ম্যাচ)।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।