ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের পরিবর্তে শফিউল, টেস্ট দলে এবাদত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
তাসকিনের পরিবর্তে শফিউল, টেস্ট দলে এবাদত শফিউল ও এবাদত। ফাইল ফটো

নিউজিল্যান্ড সফরে তাসকিন আহমেদের পরিবর্তে ওয়ানডে দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। তবে টেস্ট দলে আগেই একটি জায়গা ফাঁকা রেখেছিল বিসিবি। এবার সেখানে সুযোগ দেওয়া হয়েছে আরেক পেসার এবাদত হোসেনকে। এমনটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত বল করা তাসকিনকে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে ফেরানো হয়। তবে পায়ে গুরুতর চোট পাওয়ায় তিনি এই সফর থেকে ছিটকে যান।

তাকে ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটের দলেই রাখা হয়েছিল।

৫৬ ওয়ানডের ক্যারিয়ারে শফিউল সর্বশেষ ২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। তবে জাতীয় দলে এখনও কোনো ফরম্যাটে অভিষেক হয়নি এবাদতের।  

কিউই সফরে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে বাংলাদেশ। পরে দু’দল তিনটি টেস্টও খেলবে। ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে মধ্যদিয়ে সফর শুরু করবে টাইগাররা। ২৮ ফেব্রুয়ারি প্রথম টেস্ট মাঠে গড়াবে।

ওডিআই স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মো: মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রাহমান, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, শফিউল ইসলাম।

টেস্ট স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, শাদমান ইসলাম, মুমিনুল হক, মো: মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, এবদাত হোসেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।