ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্বে ‘নিষিদ্ধ’ সরফরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্বে ‘নিষিদ্ধ’ সরফরাজ সরফরাজ আহমেদ-ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার আন্দিলে ফেলুকওয়ায়োকে বর্ণবাদী মন্তব্য করে চার ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। এর জেরে সিরিজের মাঝপথেই দেশে ফিরিয়ে নেওয়া হয়। তবু সেই সরফরাজ আহমেদের কাঁধেই বিশ্বকাপে দলের নেতৃত্বভার সপে দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০১৬ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান সরফরাজ। ২০১৭ সালে সব ফরম্যাটের নেতৃত্ব বর্তায় তার কাঁধে।

তার নেতৃত্বেই গত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে পাকিস্তান।

গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে বর্ণবাদী মন্তব্য করেন সরফরাজ। এর ফলে তার বিরুদ্ধে আইসিসির অ্যান্টি রেসিজম কোড ভঙ্গের অভিযোগ আনা হয়, যার জেরে নিষিদ্ধ হন চার ম্যাচ। তার বদলে শোয়েব মালিককে সফরের বাকি ম্যাচগুলোর জন্য নেতৃত্ব দেওয়া হয়।

সরফরাজের অধিনায়কত্ব বহাল রাখার কথা জানিয়ে পিসিবি’র চেয়ারম্যান এহসান মানি বলেন, 'আমি এটা নিশ্চিত করতে পেরে আনন্দিত যে, আসন্ন বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকছে সরফরাজ। '

‘সে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছে। তার অধীনেই টি-টোয়েন্টির আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে দল। সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স দিয়ে অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবদান খাটো করে দেখার সুযোগ নেই। ‘

নেতৃত্বের দায়িত্ব পাওয়ার খবরে উচ্ছ্বসিত সরফরাজ। পূর্বসূরি কিংবদন্তিদের পথ ধরে বিশ্বকাপের নেতৃত্ব পাওয়ায় তিনি গর্বিত বলেও জানিয়েছেন। আত্র কাছে এটা স্বপ্ন পূরণ হওয়ার মতো আনন্দের উপলক্ষ। তবে অধিনায়ক হিসেবে টিকে গেলেও তাকে নিয়ে বিতর্ক থামছে না। এমনকি কয়েকজন পাকিস্তানি খেলোয়াড় নাকি তার অধীনে খেলতে অস্বীকৃতিও জানিয়েছেন।

বিশ্বকাপের আগে আগামী মে মাসে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। আর বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৩১ মে ট্রেন্ট ব্রিজের মাঠে উইন্ডিজের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।