ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ সেরা তামিম, টুর্নামেন্ট সেরা সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
ম্যাচ সেরা তামিম, টুর্নামেন্ট সেরা সাকিব ম্যাচ সেরা তামিম। ছবি: শোয়েব মিথুন

জমজমাট এক ফাইনালের মধ্যদিয়ে শেষ হলো ২০১৮-১৯ বিপিএল। যেখানে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ম্যাচে কুমিল্লার ওপেনার তামিম ৬১ বলে ১০টি চার ও ১১টি ছক্কায় ১৪১ রানে অপরাজিত থাকেন। পরে ম্যাচ সেরার পুরস্কারও তার হাতেই ওঠে।

এই আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। রংপুর রাইডার্সের রাইলে রুশোর (৫৫৮) পর তামিমের রান ১৪ ম্যাচে ৪৬৭। টুর্নামেন্ট সেরা সাকিব।  ছবি: শোয়েব মিথুনকিন্তু টুর্নামেন্ট সেরার পুরস্কার ঠিকই জিতে নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। এক মৌসুমে রেকর্ড ২৩টি উইকেট নিয়ে এই ট্রফি হাতে তোলেন তিনি। পাশাপাশি ১৫ ম্যাচে ৩০১ রান করে সর্বোচ্চ রান তোলার তালিকায় নবম হয়েছেন সাকিব।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।