ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি দলে বাদ পড়লেন ম্যাক্সওয়েল, ডাক পেলেন লাবুশানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
অজি দলে বাদ পড়লেন ম্যাক্সওয়েল, ডাক পেলেন লাবুশানে অজি দলে বাদ পড়লেন ম্যাক্সওয়েল-ছবি:সংগৃহীত

আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার ভারত সফরের ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। যদিও মানসিক অসুস্থতা থেকে বিরতি নিয়ে ফের ক্রিকেটে ফিরেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু সম্প্রতি টেস্টে অসাধারণ পারফরম্যান্স করা মার্নাস লাবুশানে প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন।

লাবুশানে ঘরোয়া ওয়ানডে মার্শ কাপেও দারুণ খেলেছেন। সেখানে তিনি তার কুইন্সল্যান্ড সতীর্থ উসমান খাজার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট সেরা হয়েছে।

তবে বাদ পড়েছেন সেই খাজা। আর দলে ফিরলেন জস হ্যাজেলউড, শেন অ্যাবোট, অ্যাস্টন টার্নার ও অ্যাস্টন অ্যাগার।

আগামী ১৪ জানুয়ারি মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শেন অ্যাবোট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, মার্নাস লাবুশানে, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।