ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফেনীতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ফেনীতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু বুধবার

ফেনী: ফেনীতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও মার্কেন্টাইল ব্যাংকের সহযোগিতায় বুধবার (২৫ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

জেলা ক্রীড়া সংস্থা জানায়, বুধবার সকাল সাড়ে ৯টায় ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ক্রিকেট লিগের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কামরুল ইসলাম চৌধুরী।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার জানান, এবারের লিগে জেলার ১০টি ক্রিকেট দল অংশ নেবে। প্রত্যেক খেলায় প্রতিদিন ম্যান অব দ্য ম্যাচ ট্রফি প্রদান করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসএইচডি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।