ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৫০ হাজার দর্শক দেখতে পারবে ভারত-উইন্ডিজ সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
৫০ হাজার দর্শক দেখতে পারবে ভারত-উইন্ডিজ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের কলকাতায় ইডেন গার্ডেনসে ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। করোনা মহামারির এ সময়কালেও এই সিরিজে গ্যালারিতে উপস্থিত থাকতে পারবে প্রায় ৫০ হাজারের মতো দর্শক।

পশ্চিমবঙ্গ সরকার দর্শক প্রবেশের অনুমতি দিলেও বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, আগামী কয়েক সপ্তাহে ভারতে ওমিক্রনের সংক্রমণ আরও প্রবলভাবে ছড়িয়ে পড়তে পারে।  

স্টেডিয়ামে দর্শক থাকার ব্যাপারটি সোমবার (৩১ জানুয়ারি) নিশ্চিত করে পশ্চিমবঙ্গ সরকার। জারি করা নির্দেশনা অনুযায়ী, সব ধরনের ইনডোর ও আউটডোর ক্রীড়ায় স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক থাকতে পারবে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৬ ফেব্রুয়ারি। ১৮ ও ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। এর আগে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।