ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লার হয়ে বিপিএল খেলতে ঢাকায় মঈন আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
কুমিল্লার হয়ে বিপিএল খেলতে ঢাকায় মঈন আলী

বিপিএলের অষ্টম আসরের চট্টগ্রাম পর্ব শেষ হতেই ঢাকায় পা রাখলেন মঈন আলী। চলমান আসরে এই ইংলিশ অলরাউন্ডার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে।

 

আজ বুধবার সকালে মঈনের ঢাকা পৌঁছানোর খবর নিশ্চিত করেছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি।  

২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী মঈন টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি একপ্রকার 'হটকেক'। এজন্যই ড্রাফটের আগেই তাকে দলে ভেড়ায় কুমিল্লা।  

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার কারণে বিপিএলে কুমিল্লার প্রথম চার ম্যাচে খেলতে পারেননি মঈন। ক্যারিবীয়দের বিপক্ষে নিয়মিত অধিনায়ক ইয়ন মরগ্যানের ইনজুরির কারণে ইংলিশদের নেতৃত্বও দিয়েছেন তিনি। সেখানে ৩-২ ব্যবধানে তার দল সিরিজ হারলেও ব্যাটে-বলে অনবদ্য ছিলেন মঈন।  

আগামীকাল বৃহস্পতিবার চলতি বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে কুমিল্লা। এই ম্যাচ দিয়েই মঈনের বিপিএল যাত্রা শুরু হতে পারে। তবে কুমিল্লা তাদের প্রথম চার ম্যাচে মাঠে নেমেছিল ফাফ ডু প্লেসি, ক্যামেরন ডেলপোর্ট ও করিম জানাতকে নিয়ে। দলে ৩ জন বিদেশি খেলানর সুযোগ থাকায় একাদশে পরিবর্তন আসবে। তাছাড়া চোট ও অসুস্থতার কারণে এখনও মাঠে নামতে পারেননি সুনীল নারাইন।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।