ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিলেটের নেতৃত্বে পরিবর্তন, টস হেরে ব্যাটিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
সিলেটের নেতৃত্বে পরিবর্তন, টস হেরে ব্যাটিংয়ে খুলনা ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২২তম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি খুলনা টাইগার্স। সোমবার (০৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক রবি বোপারা।

 

এই ম্যাচে সিলেটের নেতৃত্বে এসেছে পরিবর্তন। মোসাদ্দেক হোসেন সৈকতকে সরিয়ে নেতৃত্বের দায়িত্ব পেলেন বোপারা। অবশ্য একাদশে নাম রয়েছে মোসাদ্দেকের।  

সিলেট সানরাইজার্স একাদশ: রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অলক কাপালি, একেএস স্বাধীন, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম।

খুলনা টাইগার্স একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।