ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

আফগানিস্তান সিরিজ শেষ করেই তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ১৮ মার্চ সেঞ্চুরিয়নে শুরু হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর ২০ মার্চ ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তিন দিন বিরতির পর ২৪ মার্চ শেষ ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ওয়ানডে সিরিজ।

রঙিন জার্সির সিরিজ শেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সাদা পোশাকে দুইটি ম্যাচ খেলতে ৩১ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টেস্টটি শুরু হবে ডারবানে। দ্বিতীয় টেস্ট হবে ৮ থেকে ১২ এপ্রিল। এই টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জেন্টস পার্কে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।