ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফুড ফাইটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন এলপিজি চ্যালেঞ্জার্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
ফুড ফাইটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন এলপিজি চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন এলপিজি চ্যালেঞ্জার্স। ছবি: জিএম মুজিবুর

বসুন্ধরা গ্রুপ সেক্টর-এ আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর চ্যাম্পিয়ন হয়েছে এলপিজি চ্যালেঞ্জার্স। টানটান উত্তেজনার ফাইনালে ফুড ফাইটার্সকে ১০ রানে হারিয়েছে এলপিজি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়।

রানার্সআপ দল ফুড ফাইটার্স।                                          ছবি: জিএম মুজিবুর

ম্যাচে প্রথমে ব্যাট করা এলপিজি নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রানে গুটিয়ে যায় ফুড ফাইটার্স।

ম্যাচ শেষে বিজয়ী ও বিজেতা দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।