ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড মূল্যে মুম্বাইয়ে কিষান, পুরান গেলেন হায়দরাবাদে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
রেকর্ড মূল্যে মুম্বাইয়ে কিষান, পুরান গেলেন হায়দরাবাদে

বেঙ্গালুরুতে বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম। যেখানে সবচেয়ে বেশি দাম উঠেছে ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঈশান কিষানের।

এদিকে চড়া দাম দিয়ে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরানকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

নিলামে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে ঈশান কিষানের জন্য দর হাঁকে মুম্বাই ইন্ডিয়ান্স। লড়াইয়ে যোগ দেয় পাঞ্জাব কিংস। শেষে যোগ দেয় গুজরাট টাইটানস। এই প্রথম কোনো ক্রিকেটারের জন্য নিলামে ১০ কোটি টাকার বেশি দর হাঁকে মুম্বাই। সানরাইজার্স হায়দরাবাদ শেষ মুহূর্তে দর হাঁকে। তবে শেষ পর্যন্ত ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ইশানকে দলে নেয় মুম্বাই। এতে আইপিএল নিলামের ইতিহাসে ভারতের সব থেকে দামি উইকেটকিপারের পরিণত হলেন ইশান কিষাণ। এখনও পর্যন্ত চলতি নিলামের তিনিই সব থেকে দামি ক্রিকেটার।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানের জন্য শেষ মুহূর্ত চেষ্টা করেও পারল না কলকাতা নাইট রাইডার্স। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংস থেকে সানরাইজার্স হায়দরাবাদে পাড়ি জমিয়েছেন তিনি।

এর আগে প্রথম সেটে সর্বোচ্চ দাম পেলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার।  শ্রেয়াসকে দলে পেতে কলকাতার খরচ হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি। তাকে দলে নেওয়ার দৌড়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিট্যালস, লখনৌ সুপারজায়ান্টস এবং গুজরাট টাইটান্সও।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।