ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বীর মুক্তিযোদ্ধা এস কে নূর হোসেন মাস্টারের ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, জানুয়ারি ২৮, ২০২৩
বীর মুক্তিযোদ্ধা এস কে নূর হোসেন মাস্টারের ইন্তেকাল

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এস কে নূর হোসেন মাস্টার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

 

শনিবার (২৮ জানুয়ারি) সকালে নগরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।  

কর্মজীবনে তিনি স্থানীয় রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

দুপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এসময় এই বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার জানানা হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শহিদুল আলম।

বীর মুক্তিযোদ্ধা এস কে নূর হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ্,  সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সড়ক দুর্ঘটনা আহত হয়ে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।