ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাতৃভাষা দিবসে চবিতে বই বিনিময় উৎসব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, ফেব্রুয়ারি ২১, ২০২৩
মাতৃভাষা দিবসে চবিতে বই বিনিময় উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: উদ্দীপ্ত বাংলাদেশ নামে একটি সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজন করা হয়েছে বই বিনিময় উৎসব।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ বই উৎসব আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়াতে এবং আগ্রহ থাকা সত্ত্বেও আর্থিক সমস্যার কারণে যেসব শিক্ষার্থী বই সংগ্রহ করতে পারছেনা তাদেরকে প্রধান্য দিয়ে সার্বজনীনভাবে এ বই বিনিময় উৎসবের আয়োজন করা হয়েছে।  

চবির বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা বলেন, বই বিনিময় উৎসব শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক বিষয়।

এর ফলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রবণতা বৃদ্ধি পাবে। উদ্দীপ্ত বাংলাদেশের এ আয়োজন প্রশংসনীয়।

উদ্দীপ্ত বাংলাদেশ’র সভাপতি মো. হাসিবুল খান বলেন, গতবছর আমরা প্রথমবারের মতো বই বিনিময় উৎসব আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বই পড়ার বিষয়ে উৎসাহিত করা। অনেক শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে পছন্দের অনেক বই কিনতে পারেন না। সেসব শিক্ষার্থীকে প্রাধান্য দিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আনন্দিত।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।