ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দেয়াল ধসে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, ফেব্রুয়ারি ২২, ২০২৩
চট্টগ্রামে দেয়াল ধসে যুবক নিহত

চট্টগ্রাম: নগরের জামালখানে ছাদ ধসে মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে নগরের জামালখানের দাওয়াত রেস্টুরেন্টের পাশে রতন ভট্টাচার্যের দোতলা ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে।  

জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বাংলানিউজকে বলেন, ভবনের দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

আরও একজনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, বিকেলে নগরের জামালখান এলাকা থেকে ছাদ ধসে নিহত জসিম নামে একজনকে আনা হয়। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রণ ভট্টাচার্য নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩ 
বিই/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।