ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়কের পাশে মিললো পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মার্চ ৪, ২০২৩
সড়কের পাশে মিললো পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ির পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় মরদেহটি পাওয়া যায়।

 

পুলিশ জানায়, সন্ধ্যায় সড়কের পাশে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ফটিকছড়ি থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল শেষে গাউসিয়া কমিটির মাধ্যমে মরদেহ দাফন করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ ইবনে আনোয়ার বলেন, নবজাতকের পরিচয় না পাওয়ায় রাত নয়টার দিকে মরদেহটি দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।