ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
চন্দনাইশে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক ...

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে স্ত্রী বিউটি আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জমির উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে।  

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ছৈয়দাবাদ এলাকার চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।

জমির উদ্দীন চৌধুরী, গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন বাংলানিউজকে বলেন, স্ত্রী বিউটি আক্তারকে হত্যার অভিযোগে স্বামী জমির উদ্দীনকে আটক করা হয়েছে। একইভাবে সে মাকেও হত্যা করার চেষ্টা করেছিল। আমরা মাকে উদ্ধার করেছি। বর্তমানে জমির পুলিশ হেফাজতে থানায় রয়েছে।  

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।