ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছাত্রদলের মাদকবিরোধী কর্মসূচি 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
চবিতে ছাত্রদলের মাদকবিরোধী কর্মসূচি  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ঘুরে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

 

এ সময় চবি প্রক্টরকে মাদকবিরোধী লিফলেট দিয়ে কর্মসূচি শুরু করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, বিভিন্ন ফ্যাকাল্টি, ঝুপড়ি ও শাটলট্রেনে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করে সংগঠনটি।

চবি ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ বলেন, ছাত্রদল শান্তি ও শৃঙ্খলায় বিশ্বাস করে। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে কাজ করতে বদ্ধ পরিকর আমরা। তারই অংশ হিসবে চবি ছাত্রদল আজ মাদকবিরোধী কর্মসূচি পালন করেছে। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চবি ক্যাম্পাসকে মাদক মুক্ত করবো।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, চবি ছাত্রদলের সাবেক সাহিত্য ও গবেষণা সম্পাদক ফাহিমুল ইসলাম, ছাত্রদলের অনুসারী শাফায়েত হোসেন, মো. হাবিব, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার লিমনসহ শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।