ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিকলবাহা খালে মিললো নারীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
শিকলবাহা খালে মিললো নারীর মরদেহ ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কালারপোল এলাকায় খাল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে খালে একটি নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ওই নারীর বয়স ৪০ বছর হতে পারে।

পরনে কাপড় ছিল না, হাতে ছিল চুড়ি। জোয়ার-ভাটার টানে শিকলবাহা খালে মরদেহটি ভেসে আসতে পারে।  

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খাল থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।