ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, যুবকের কারাদণ্ড ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের দায়ে মো. এমরান নামের এক যুবককে ১ মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের সরকারি জমি।

রোববার (৩ নভেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ দশমিক ৫ শতক সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে দোকানঘর স্থাপন করে ভাড়া দেওয়া হয়।

যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন, ২০২৩ এর ধারা ১১ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে কারাপরোয়ানামূলে ওই ব্যক্তিকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

এসময় অবৈধ দখলকৃত প্রায় ১ দশমিক ৫ শতক সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের অনুকূলে দখল নেওয়া হয়।

অভিযানে জাফতনগর পুলিশ ফাঁড়ির একটি দল, ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীরা ও স্থানীয় এলাকাবাসী সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।