ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বার ...

চট্টগ্রাম: জামায়াত ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার ২০২৫-২০২৬ কার্যকালের জন্য সেক্রেটারি মনোনীত হয়েছেন আবদুল জব্বার। এর আগে তিনি চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার জামায়াতের আমির ও কেন্দ্রীয় ছাত্র শিবিবের অর্থ সম্পাদক ছিলেন।

 
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা কার্যালয়ে ২০২৫-২০২৬ সালের চট্টগ্রাম উত্তর জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন ও দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়।  

জেলা কমিটির মনোনীত অন্যরা হলেন, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, কর্মপরিষদ সদস্য, মাস্টার নুরুছালাম,আব্দুল কুদ্দুস, ড. আব্দুল হামিদ চৌধুরী, অধ্যক্ষ নূরনবী, অধ্যাপক মাওলানা বোরহান উদ্দীন, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, ইউসুফ বিন আবু বক্কর, জসিম উদ্দিন আল আজাদ, মাওলানা জামাল হোসাইন ও  মাওলানা মহিউদ্দিন।

 

জেলা আমির আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল প্রধান মোহাম্মদ শাহাজাহান, চট্টগ্রাম জোনের টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূইয়া, অধ্যক্ষ আমিরুজ্জামান ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী।  

অন্যদিকে একইদিন জেলা কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা আমির ২০২৫-২০২৬ কার্যকালের জন্য থানা ও উপজেলা সমূহের নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন, জোরারগঞ্জ থানা মাওলানা নুরুল হুদা হামিদী, মীরসরাই থানা মাওলানা নুরুল কবির, সীতাকুণ্ড উপজেলা মাওলানা মিজানুর রহমান, সন্দীপ উপজেলা মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, ভূজপুর থানা অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি থানা নাজিম উদ্দীন ইমু, হাটহাজারী উপজেলা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাউজান উপজেলায় শাহাজাহান মঞ্জু ও রাঙ্গুনিয়া উপজেলায় মাওলানা হাসান মুরাদ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।