ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম পলিটেকনিকে দুই পক্ষের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
চট্টগ্রাম পলিটেকনিকে দুই পক্ষের সংঘর্ষ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রাবাসে উঠাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রাবাসে উঠা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সেখানে আমাদের একটি টিম আছে।

পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে ১৫ বছর পর গতকাল বুধবার দুটি ছাত্রাবাসের জন্য নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ করে চট্টগ্রাম পলিটেকনিক প্রশাসন। তালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা আজ দুপুরে ছাত্রাবাসে উঠতে গেলে ছাত্রদল নেতাকর্মীদের বাঁধার মুখে পড়ে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

তবে বিষয়টি অস্বীকার করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ হানিফ বাংলানিউজকে বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটে হল সিট বরাদ্দ নিয়ে অনিয়মের প্রতিবাদ করে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেছে।

ছাত্রাবাস খোলার জন্য কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলো চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা। গত সোমবারে তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি, যার কারণে দ্বিতীয় দিনের মতো বুধবারও শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।