ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাওলানা নেছার আহম্মদের ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
মাওলানা নেছার আহম্মদের ইন্তেকাল ...

চট্টগ্রাম: সাতকানিয়া চরতি গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মাওলানা নেছার আহম্মদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল তিনটায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।  

মরহুম নেছার আহম্মদ সাতকামিয়া দুরদুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাম্মণডাংগা সরকারি প্রাথমিক  বিদ্যালয় ও তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক স্কুলে সুনামের সাথে শিক্ষকতা করেন।

তিনি ৫ ছেলে,  ৪ কন্যা, শিক্ষার্থী এবং গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার  রাত ১০টায় সাতকানিয়ার চরতির তুলাতলী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

মরহুম নেছার আহম্মদ চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বেসরকারি গণগ্রান্থাগার চট্টগ্রাম বিভাগের সভাপতি নাজমুল হক সিকদারের বাবা এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজ ও অগ্রণী ব্যাংক উখিয়া শাখার ব্যবস্থাপক বেলালুর রহমানের শ্বশুর।

এদিকে, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজের শ্বশুর নেছার আহম্মদের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন,  চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।