ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের উন্নয়নে তরুণদের এগিয়ে আসতে হবে: চসিক মেয়র 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
চট্টগ্রামের উন্নয়নে তরুণদের এগিয়ে আসতে হবে: চসিক মেয়র  ...

চট্টগ্রাম: চট্টগ্রামের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে  তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে নগরীর খুলশি কনভেনশন হলে  তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, একটি দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্র এবং তরুণরা। তারা নিত্য নতুন চিন্তা, ধারণা, গবেষণা ইত্যাদির মাধ্যমে দেশ বদলে দেয়।

বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড চট্টগ্রামকে ক্লিন, গ্রীন এবং হেলদি সিটি হিসেবে গড়তে চাইলে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে। আমি ছাত্র-তরুণদের ভালবাসি এবং তাদেরকে নিয়েই চট্টগ্রামকে বদলে দিতে চাই।  

‘বৃষ্টির পানিকে কীভাবে আরো ভালোভাবে ব্যবহার করার মাধ্যমে জলাবদ্ধতা হ্রাস করা যায় এবং পানির চাহিদা পূরণ করা যায়, কীভাবে চট্টগ্রাম শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা যায় এবং বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায়, কীভাবে সূর্যের আলো থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন করে চট্টগ্রাম শহরে বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়- এসব বিষয়ে ইনোভেটিভ আইডিয়া নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে’।

জেসিআই চট্টগ্রাম তরুণ উদ্যোক্তাদের সাফল্যের পথ প্রদর্শনকারী একটি সফল ও সক্রিয় সংগঠন এবং এই সংস্থা বিগত ১২ বছর ধরে উদ্যোক্তা তৈরি, ব্যক্তি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে আসছে।  

তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্যোক্তা তৈরিতে তারুণ্যের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, আন্তর্জাতিক সভা সেমিনার আয়োজন, উদ্যোক্তা সামিট, ইয়থ সামিট, সফল উদ্যোক্তা অ্যাওয়ার্ডসহ, সমাজের অবেহেলিতদের জন্য নানা উদ্যোগ, নানা ধরনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জেসিআই চট্টগ্রাম সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রেখে এসেছে।  

জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইমরান কাদের জানান, জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে। জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে। যেন তরুণ সমাজ নিজেদের ব্যক্তিগত সাফল্য অর্জনের পাশাপাশি সঠিক নাগরিক হিসেবে জাতীয় দায়িত্ব পালন করতে পারে।

জেসিআই চট্টগ্রাম এর প্রেসিডেন্ট ইসমাইল মুন্না বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের বিকল্প নেই। আমাদের সংগঠন তরুণদের নিয়ে কাজ করে। আমরা চেষ্টা করি তাদের সাথে নিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে।  

তিনি প্রোগ্রামের আয়োজক কমিটির সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ বানটি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আলম চৌধুরী, ট্রেজারার মঈন উদ্দিন নাহিদ, ভাইস প্রেসিডেন্ট জুনাইদ আহমেদ রাহাত, ভাইস প্রেসিডেন্ট সাইহান হাসনাত, ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইমরান হাসান অভি, লোকাল ট্রেনিং কমিশনার মুনতাসির আল মাহমুদ রাহি, ডিরেক্টর সাদাফ রহমান, ডিরেক্টর আলামিন মেহরাজ বাপ্পি, ডিরেক্টর জুয়েল রাহমান, ডিরেক্টর সাদ বিন মুস্তাফিজকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

একুশে পদকপ্রাপ্ত আজাদী সম্পাদক এম এ মালেক, অ্যাসিস্ট্যান্ট  হাইকমিশনার (ইন্ডিয়া) ডা. রাজিব রঞ্জন, জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, ইমিডিয়েট ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভুইয়া, জেসিআই চিটাগং প্রাক্তন প্রেসিডেন্ট শিহাব মালেক, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাশফিক আহমেদ রুশাদ, আবু বকর শাহেদ শান, রাজু আহমেদ সহ জেসিআই চট্টগ্রাম এর সকল সদস্য ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল কমিটির সদস্যসহ শহরের বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।