ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
বোয়ালখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ২ ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে বিশেষ যৌথ অভিযানে অস্ত্রসহ  দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও ২৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বদু হাজী বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটকরা হলো, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বদু হাজী বাড়ির আব্দুল মোতালেবের ছেলে মো. আরাফাত (৩২) ও জসিম উদ্দিনের ছেলে মহিউদ্দিন হামিম (১৮)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ দেশীয় পিস্তল এবং ২৪টি ধারালো অস্ত্র পাওয়া যায়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।